Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ August ২০১৬

ওয়ান স্টপ সার্ভিস

গত ০৭/০১/২০১৫ তারিখে অত্র ইন্সটিটিউটে একটি ওয়ানস্টপ সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। এই ডেস্কের মাধ্যমে ইন্সটিটিউটের সকল সেবা যেমন- পলু পাওডার সরবরাহ, ইনস্টিটিউট পরিদর্শণ, গবেষণা ও প্রদর্শনের জন্য রেশমপলুর ডিম সরবরাহ, রেশম সুতার গুনগত মান পরীক্ষণ, তুঁতকাটিংস সরবরাহ, তুঁতচাষের মাটি পরীক্ষণ,  গবেষণা কাজে সহায়তার জন্য সীমিতভাবে গবেষণা উপকরণ যেমন- তুঁতকাটিংস, রেশমপলুর ডিম, রেশম বস্ত্র, রেশম গুটি, রেশম সুতা সরবরাহ এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করা হচ্ছে। এ ডেস্কের মাধ্যমে ২০১৫-২০১৬ অর্থবছরে ৭২৭ জন পরিদর্শণকারীকে ইনস্টিটিউট পরিদর্শণে সহায়তা প্রদান, ৫৬৬ প্যাকেট রেশম পলু পাউডার সরবরাহ, ২৪২৫৮ কেজি তুঁতকার্টিংস সরবরাহ, ২৬৭ টি রেশম পলুর ডিম সরবরাহ এবং ৫০ লাছি রেশম সুতা পরীক্ষা করা হয়েছে। ওয়ানস্টপ সার্ভিস ডেস্ক চালুর ফলে সেবা গ্রহীতা কোন প্রকার ভোগান্তি ছাড়াই ইন্সটিটিউটের সকল সেবা এই ডেস্কের মাধ্যমে দ্রুততম সময়ে পাচ্ছেন।